পাইকগাছায় সড়কে খানাখন্দ

0

জিএম মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা)॥ খুলনার পাইকগাছা পৌরসভার জিরোপয়েন্ট বাস স্টপেজের সামনে রাস্তায় পানি জমে থাকার কারণে চরম জনভোগান্তি দেখা দিয়েছে।
পাইকগাছা পোরসভায় নির্দিষ্ট বাস স্টান্ড না থাকায় রাস্তার ওপর যত্রতত্র বাস,ট্রাক,পিকআপ রাখা হয়। তাকে বাড়ে ভোগান্তি। খুলনা-পাইকগাছা- কয়রা যাতায়াতের একমাত্র প্রধান সড়ক এটি। দুই শতাধিক মিনিবাসসহ এ সড়কে ট্রাক,পিকআপ,মাইক্রোবাসসহ অসংখ্য যানবাহন নিয়মিত চলাচল করে। কোন কোন সময় ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। এরপর রাস্তার মাঝখানে বড় বড় গর্ত হয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে। স্বাভাবিক চলাচল খুবই দুর্বিসহ হয়। দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। সড়ক ও জনপথ বিভাগের সড়কটি হওয়ায় পৌরসভা বা উপজেলা প্রশাসনের এখানে করার কিছু নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে স্থানীয় বাস মালিক সমিতির নেতা শেখ হারুনার রশিদ হিরু বলেন,রাস্তাটির সংস্কারের কাজ দীর্ঘদিন শুরু হয়ে থেমে আছে। বার বার ঠিকাদারের লোকদের বলেই যাচ্ছি। তারা সেদিকে আদৌ কোন গুরুত্ব দিচ্ছেন না।