যশোরে সোনা চোরাচালান মামলায় দুই ব্যক্তির ৭ বছর করে কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ১ কেজি সোনা চোরাচালান মামলায় ২ ব্যক্তিকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড আদালত। একই সাথে তাদের ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্পেশাল ট্রাইব্যুনাল ১ নং এর বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, গোপালগঞ্জের ঘোষের চর উত্তরপাড়ার জাহাঙ্গীর খানের ছেলে মহসিন খান ও শরিয়তপুরের জাজিরা উপজেলার হাজী ছবদের মাদবর কান্দি এলাকার ইব্রাহিম মাদবরের ছেলে ইলিয়াছ আহমেদ।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উল্লিখিত দুই ব্যক্তি পাসপোর্টের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেন রাজস্ব কর্মকর্তারা। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তাদের কাছে সোনা রয়েছে। পরে শরীরে তল্লাশি চালিয়ে মহসিন খানের কাছ থেকে ৫পিস ও ইলিয়াছ আহমেদের কাছ থেকে আরও ৫পিস সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ১ কেজি। এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ইদ্রিস আলী আটক দুই জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন থানা পুলিশের এসআই শরীফ হাবিবুর রহমান।
ওই মামলায় আসামিদ্বয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের উল্লিখিত সাজা দেন। আসামিদের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন বলে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।