ঝিকরগাছায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহিদুল আলম।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা আশরাফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল হক, রাইটস যশোরে নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত প্রমুখ।