বেনাপোলে আরও ২৫টি ককটেল জব্দ

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় যশোর র‌্যাব-৬ এর সদস্যরা ২৫টি তাজা ককটেল বোমা জব্দ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা ৩৫ নম্বর কেমিক্যাল গোডাউনের উত্তর পাশের পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল বোমা জব্দ করেন। জব্দ করা ককটেলগুলো বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বোমা জব্দের ঘটনা সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্য বোমাগুলো থানায় জমা দিয়ে গেছে। এর আগে গত সাত এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় ৪১টি বোমা উদ্ধার করেছে বেনাপোল এলাকা থেকে এবং শুক্রবার আরও ২৫টি বোমা জব্দ করা হলো। এই নিয়ে মোট ৬৬ টি বোমা জব্দ করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।