রাজারহাটে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রাজারহাটে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। আহতদের ভেতর ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৫ আগস্ট ইউপি চেয়ারম্যানের অনুষ্ঠানে যোগদান না করার জের ধরে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের আবুল ফজলের পুত্র ইউসুফ আলী, কচুয়া গ্রামের হাফিজুর রহমানের পুত্র নয়ন হোসেন (২১) ও রামনগর ধোপাপাড়ার মো.হাসিব (২০)। আহত ইউসুফ ও নয়ন জানিয়েছেন, বুধবার বিকেল ৫টার দিকে তারা দুই বন্ধু রূপদিয়ায় ফুটবল খেলতে যাচ্ছিলেন। রাজারহাট বাজারে মেইন রোডে ওঠার সময় হাসিব, রুম্মান, আবু তালহা জাহিদুলসহ ১০/১২ জন তাদের ওপর হামলা চালায় এবং তাদের দুজনকে ছুরিকাঘাত করে। এ সময় তাদের পক্ষে লোকজন এসে পাল্টা প্রতিরোধ করলে সংঘর্ষ শুরু হয়। এতে প্রতিপক্ষ হাসিব আহত হন। সন্ধ্যায় আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
ইউসুফ আলী জানিয়েছেন, হাসিব রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান লাইফের সমর্থক। গত ১৫ আগস্টের কর্মসূচি পালনকালে তাদের অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়। কিন্তু তারা চেয়ারম্যানের কর্মসূচিতে যোগ না দিয়ে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মুকুলের গৃহীত কর্মসূচিতে যোগ দেন। এ ঘটনার জের ধরে তাদের ওপর এ হামলা হয় বলে জানিয়েছেন, ইউসুফ ও নয়ন।
অপরদিকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহজালাল (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। শাহজালাল সদর উপলোর পাঁচবাড়িয়া গ্রামের ইমান আলীর পুত্র। কর্তব্যরত চিকিৎসক মেহের আফরোজ দিশা জানিয়েছেন, শাহজালালের অবস্থা ভালো না তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।