মোটরসাইকেলের চেসিসে মিললো সাড়ে ৭ কেজি সোনা

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরা সদর উপজেলায় মো. তুহিন (২০) ও মো. সজিব হোসেন (২২) নামে দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এসময় তাদের মোটরসাইকেল তল্লাশি করে ৩১টি সোনার বার উদ্ধার করা হয়।
বুধবার সকালে উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী সরদারপাড়া এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারকালে দুই মোটরসাইকেলচালককে আটক করা হয়। এসময় মোটরসাইকেল তল্লাশি করে ৩১টি সোনার বার উদ্ধার করা হয়।
চোরাকারবারিরা সোনার বারগুলো কৌশলে মোটরসাইকেলের চেসিস পাইপের ভেতরে বহন করছিলেন। উদ্ধার হওয়া সোনার ওজন সাত কেজি ৩৫৮ গ্রাম, যার মূল্য ছয় কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকা।

আটকদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।