মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত ছাত্রদল নেতার পাশে অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ মাগুরার মোহাম্মদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে শুক্রবার পুলিশের গুলিতে নবীদুল ইসলাম নাহিদ (২৪) নামে এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। তাকে রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রদল নেতাকে হাসপাতালে দেখতে যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
নবীদুল ইসলাম নাহিদ মালয়েশিয়ার কুয়ালালামপুর জিওমিটিকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিংয়ের ২য় বর্ষের ছাত্র। তিনি জানিয়েছেন, শুক্রবার বিকেলে মোহাম্মদপুর বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শেষ হওয়ার মুহূর্তে পুলিশ গুলি করে। এ সময় বাসা থেকে বের হয়ে তিনি বাজার করতে যাচ্ছিলেন। মোহাম্মদপুর মাংস হাটার কাছে পৌঁছুলে কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বামপায়ের হাঁটুতে একটি গুলিবিদ্ধ হয়। মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন উদ্ধার করে সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নবীদুল ইসলাম মোহাম্মদপুর শহরের দক্ষিণ মৌতা এলাকার আবুল কালামের ছেলে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মো. আলী হাসান জানিয়েছেন, তার হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছে। গুলি বেরিয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, এ সময় মোহাম্মদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি রতন মোল্যা, নবীদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। আহত নবীদুল ইসলাম নাহিদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালে তাকে দেখতে যান। তিনি আহতের পাশে দীর্ঘ সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।