শরণখোলায় বিদুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু নিয়ে পুলিশের সংশয়

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল সরদার (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাঁধাল গ্রামে ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে হাসপাতাল থেকে কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল করে সন্দেহজনক মনে হয়েছে। একারণে লাশের ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। স্থানীয় ইউপি মেম্বার আসাদুজ্জামান স্বপন জানান, তার ওয়ার্ডের লালমিয়া সরদারের ছেলে দুলাল সরদার সকালে বাড়ির পাশে আমনের বীজতলার খোলায় (মাঠ) পানি দেওয়ার জন্য বিদ্যুৎচালিত সেচপাম্প বসান। পাম্পে সংযোগ দেওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিলেন দুলাল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।