দক্ষিণ আফ্রিকায় ভবনে আগুন লেগে অন্তত ৭৩ জনের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক ।। দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে একটি পাঁচতলা ভবনে আগুন লেগে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার নগরীটির কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় লাগা এ আগুনে আরও ৫২ জন আহত হয়েছেন বলে নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জোহানেসবার্গের দুর্যোগ ব্যবস্থাপনা পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, এ পর্যন্ত ৭৩ জনের মৃতদেহ পাওয়া গেছে।
আহতদের অনেকেই দেহের পেছন দিকে আঘাত পেয়ে আহত হয়েছেন। তারা আগুন থেকে বাঁচতে ভবনটি থেকে লাফিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এসএবিসি জানিয়েছে, তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে।
কর্তৃপক্ষ বলেছে, কীভাবে পাঁচতলা এ ভবনটিতে আগুনের সূত্রপাত হয় তা পরিষ্কার হয়নি।
বিবিসিকে জরুরি পরিষেবা জানিয়েছে, রাত প্রায় দেড়টার দিকে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল কর্মীরা এসেই ভবনটিতে থাকা বাকি লোকজনকে বের করে নিয়ে আসে।
জরুরি পরিষেবার মুখপাত্র মুলাউদজি জানিয়েছেন, উদ্ধার পাওয়া অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদের অধিকাংশই দক্ষিণ আফ্রিকায় থাকা আফ্রিকান অভিবাসন প্রত্যাশী বলে বিভিন্ন খবরে বলা হয়েছে।
গণমাধ্যম জানায়, এক পর্যায়ে এ ভবনটি পরিত্যক্ত হয়ে পড়েছিল কিন্তু পরে লোকজন এতে বাস করতে শুরু করে।