রামপালে বৃষ্টিতে অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় আমন রোপণে ব্যস্ত কৃষক

0

এম.এ. সবুর রানা, রামপাল (বাগেরহাট) ॥ রামপালে কৃষকরা আমন চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। তীব্র লবণাক্ততার মধ্যেও বৃষ্টি ও অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় বীজতলা থেকে চারা তুলে মাঠে রোপণ করছেন কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এ উপজেলায় ৮ হাজার ৪০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে। গত বছর (২০২১-২২) আবহাওয়া অনুকূল না থাকায় এবং বৃষ্টি খুব কম হওয়ায় এবং জমিতে লবণের মাত্রা বেশি থাকায় লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ওই বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ২৫০ হেক্টর। কিন্তু রোপণ হয়েছিল ৭ হাজার ৮৩৮ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ৪১২ হেক্টর জমির চাষাবাদ কমে যায়। তার আগের বছরে (২০২০-২১) লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ২০০ হেক্টর। অর্জিত হয়েছিল ৮ হাজার ২২০ হেক্টর।
উপজেলার ১০ টি ইউনিয়নে হাইব্রিড ১ হাজার, উফশী ৬ হাজার ও স্থানীয় জাতের ১ হাজার ৪০০ হেক্টরসহ মোট ৮ হাজার ৪০০ হেক্টর জমিরও বেশি আমন আবাদের আওতায় আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম জানান, আরও কিছু বৃষ্টি হলে, আবহাওয়া অনুকূল থাকলে আশানুরূপ ফলন মিলবে। সরকারিভাবে কৃষকদের প্রশিক্ষণ, পাওয়ার টিলার, রোপণ যন্ত্র, বীজ সারসহ পরামর্শ দেওয়া হয়েছে। মাঠ পর্যয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহায়তা করছেন।