রামপালে ডেঙ্গু সচেতনতা সভা

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের রামপালে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের ফয়লাহাট প্রজেক্ট অফিসের আয়োজনে উপজেলার সগুনা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন, জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের প্রজেক্ট ডাইরেক্টর (হেলথ) শিউলী রানী।
সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের প্রজেক্ট অফিস ইনচার্জ লায়লা সুলতানা। সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী শিক্ষক মাওলানা সরোয়ার হোসেন, প্রশান্ত কুমার পাল, জাহিদুর রহমান, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের সাধারন সম্পাদক সুব্রত পাল, বিদ্যালয়ের শিক্ষিকা রমা রানী পাল, বানী পাড়ে প্রমুখ।