অভয়নগরে মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

0

স্টাফ রিপের্টার, অভয়নগর (যশোর)॥ মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় দেশের অন্যান্য উপজেলার ন্যায় যশোরের অভয়নগরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (৩১ মে) দিনব্যাপী উপজেলা পরিষদের নতুন সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। সহকারী শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, গাজীপুর রউফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলার ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি মাদরাসা ও ৩টি কলেজিয়েট স্কুলের ১শ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ২২ জন ম্যানেজিং কমিটির সভাপতি ও ৭৮ জন অধ্যক্ষসহ প্রধান শিক্ষক ছিলেন।