ঝিকরগাছায় ডিমের মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা বাজারে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ডিমের ক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া বিভিন্ন অপরাধে দুটি ওষুধের দোকানসহ আরো ৩টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে একটি টিম ঝিকরগাছা বাজারের বিসমিল্লাহ ডিমঘরে অভিযান চালায়। ওই দোকানে ডিমের মূল্য তালিকা ছিলো না। এছাড়া ডিম ক্রয়ের রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় দোকান মালিককে ৫শ টাকা অর্থদণ্ড করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বাজারের মুনিয়া এন্টারপ্রাইজ ও লাকী এন্টারপ্রাইজে অনরূপ ডিমের মূল্য তালিকা না থাকায় এই দুটি দোকানের মালিককেও অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে মুনিয়া এন্টারপ্রাইজকে ৫শ টাকা এবং লাকী এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে একই বাজারের নিউ মা মেডিকেল হলে অভিযান চালানো হলে সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়া যায়। এ কারণে দোকান মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাজারের বাবু মেডিসিন কর্নারে অভিযান চালানো হলে সেখানে বিপুল পরিমানে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে রেখে দেওয়ার প্রদান পাওয়া যায়। এ অপরাধে ওষুধের দোকান মালিককে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ছত্রাকযুক্ত বাদাম বিক্রি এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় বাজারের আমিন স্টোরের মালিককে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।