কপিলমুনিতে বাণিজ্যিকভাবে নেপিয়ার ঘাস চাষ করে লাভবান কৃষক

0

এইচ.এম.শফিউল ইসলাম,কপিলমুনি (খুলনা) ॥ দীর্ঘ দিন লোনাপানির মৎস্য চাষ হওয়ায় গো খাদ্যে চরম সংকট দেখা দিয়েছিল। পরবর্তীতে ডাঙ্গার জমিতে নেপিয়ার জাতের ঘাসের চাষ হওয়ায় চাহিদা বেড়েছে। এখন কপিলমুনিতে গবাদিপশুর ঘাসের সংকট দূর করতে বাণিজ্যিকভাবে নেপিয়ার জাতের ঘাস চাষ হচ্ছে। কম খরচে অধিক লাভ হওয়ায় এ চাষে ঝুঁকছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ১৫শ বিঘা জমিতে এ নেপিয়ার জাতের ঘাস চাষ করা হয়েছে।
কপিলমুনির নাছিরপুর গ্রামের চাষি জামাল হোসেন, মো. হারুন জানান, এক বিঘা জমিতে ঘাস চাষ করতে খরচ হয় এক হাজার ৫শ টাকা। নিজের চাহিদা পূরণ হওয়ার পরও ৫/৭ হাজার টাকা ঘাস বিক্রি করে লাভ থাকে। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, অন্যান্য ফসলের তুলনায় ঘাস চাষ লাভজনক হওয়ায় এদিকে কৃষকরা ঝুঁকছেন।