মহেশপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে গত রোববার সন্ধ্যায় এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী স্বামী ও তার পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কথা বলা হলেও পিতা হারুন অর রশিদ দাবি করছেন তার মেয়ে লিজা খাতুনকে (২২) পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লিজা খাতুনের মরদেহ ময়না তদন্তের জন্য সোমবার (১৭ জুলাই) ঝিনাইদহে মর্গে পাঠিয়েছে।
লিজা খাতুনের পিতা হারুন আর রশিদ জানান, ‘তিন বছর আগে আমার মেয়েকে গয়েশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিকুর রহমান আশিকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের টাকার দাবিতে আশিক আমার মেয়েকে মারধর করে আসছিলো। তাদের ঘরে ১৬ মাস বয়সের একটি ছেলে রয়েছে।’ তিনি আরও জানান, রোববার আশিক যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে মারধর করে গলাই ফাঁস দিয়ে ঘরের আড়াই ঝুলিয়ে রেখে মৃত্যুর পর হাসপাতালে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এস আই রেজাউল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে লিজার স্বামী আশিক একজন মাদক ব্যবসায়ী। তার নামে কয়েকটি মাদকের মামলাও রয়েছে।