অভয়নগরে ও ঝিকরগাছায় তিন সোনার দোকানে চুরি

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর ও ঝিকরগাছায় তিন সোনার দোকানে চুরি হয়েছে। অভয়নগরে পাশাপাশি দুইটি সোনার দোকানে চুরি হয়েছে। অভয়নগরে শুক্রবার রাতে ও ঝিকরগাছায় শনিবার সকালে চুরির ঘটনা ঘটে।
অভয়নগরের নওয়াপাড়া বাজারের সৌরভ সিটি গোল্ডের মালিক টুটুল দত্ত বলেন, তার দোকানের দুটি তালা ভেঙে চোরেরা প্রবেশ করে ৮ হাজার ২০০ টাকা নিয়ে যায়। এরপর তার দোকানের ভেতরে থাকা দেওয়াল ভেঙে অপরূপা জুয়েলার্সে প্রবেশ করে সোনা, রুপা নিয়ে নতুন একটি তালা লাগিয়ে দোকান বন্ধ করে চলে যায়।
অপরুপা জুয়েলার্সে জুয়েলার্সের মালিক গোপাল অধিকারী বলেন, তিনি শুক্রবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকাল ৯টার দিকে দোকান খুলে ভেতরে ঢুকে দেখেন সব কিছুই তছনছ করা। তার দোকানের দেওয়াল ভেঙে ২ ভরি সোনা, ১২০ ভরি রুপাসহ ও ৪৫ হাজার টাকা ও সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ডিভাইস নিয়ে গেছে।
জুয়েলারি মালিক সমিতির সভাপতি সুশীল কুমার বলেন,এর আগেও বাজারে চুরি হয়েছে। তিনি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান, বাজারটিতে পুলিশের টহল বাড়ানো এবং এ ঘটনাটির সাথে জড়িত চোরদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, চুরির ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। নাইটগার্ড যদি ঠিক মতো ডিউটি করত তাহলে চুরির সমস্যাটা ঘটতো না। তিনি সব দোকানের সিসিটিভি ফুটেজ লাগানোর পরামর্শ দেন।
অপরদিকে ঝিকরগাছায় দিনের বেলা দত্ত জুয়েলার্সে দুঃসাহসিক চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের স্বর্ণপট্টিতে। এসময় ক্যাশবাক্স ভেঙে টাকা ও কয়েকভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা। দত্ত জুয়েলার্সের স্বত্বাধিকারী অলোক দত্ত বলেন, সকালে দোকান খুলে পাশের মোড়ে চায়ের দোকানে গিয়েছিলেন। ফিরে এসে তার ক্যাশবাক্স ভাঙা দেখতে পান। ক্যাশবাক্সে থাকা ৫২ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার ছিলো বলে তিনি জানিয়েছেন। খবর পেয়ে ঝিকরগাছা থানার এস আই সুমন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।