মনিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥যশোরের মনিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। সংগঠনের সভাপতি তুলসি বসুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তি বাচ্চু, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি অরুন কুমার নন্দন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর কামরুজ্জামান, মোহাম্মদ আজিম, বাবুলাল চৌধুরী, সুমন দাস প্রমুখ। অনুষ্ঠানে তুলসি বসুকে সভাপতি, রবিউল ইসলাম মিঠুকে সাধারন সম্পাদক এবং আকতারুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্যের মনিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।