মহেশপুরে মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন শিক্ষিকা ফাতেমা

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ কানিজ ফাতেমা পেশায় শিক্ষিকা। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার লক্ষিপুর-মতিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে চাকরি করেন। বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আজিজ তার নিকট আত্মীয় হওয়ার কারণে তিনি কোন এক অসহায় নারীকে মাতৃত্বকালীন ভাতার কার্ড না করে দিয়ে শিক্ষিকা কানিজ ফাতেমাকে মাতৃত্ব্কালীন ভাতার কার্ড করে দিয়েছেন।
এ ব্যাপারে শিক্ষিকা কানিজ ফাতেমার সাথে তার মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি সাংবাদিক শোনার পরই ফোনের সংযোগ কেটে তা বন্ধ করে দেন।
ইউপি সদস্য আব্দুল আজিজের বক্তব্য নেয়ার জন্যে তাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, ইউনিয়ন পরিষদের সদস্যরা তালিকা দেয়ার পরই মাতৃত্ব্কালীন ভাতার কার্ড ইস্যু হয়। তবে শিক্ষিকা কানিজ ফাতেমার নামে মাতৃত্ব্কালীন ভাতার কার্ড হয়েছে কিনা তা আমার জানা নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান জানান, কোন শিক্ষিকা মাতৃত্বকালীন ভাতা পাবেন না। কারণ তিনি একজন সরকারি চাকরিজীবী। যদি কানিজ ফাতেমা মাতৃত্বকালীন ভাতা উত্তোলন করে থাকেন তবে সে অর্থ সরকারকে ফেরত দিতে হবে।