যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কেন্দ্রীয় ঈদগাহে আসন্ন পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়। সোমবার (১৯ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসালমিক ফাউন্ডেশন যশোর আয়োজিত ঈদগাহ কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভা হয়। ঈদগাহসহ এর আশপাশ এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো সিদ্ধান্ত গৃহীত হয়। যানজট এড়াতে ঈদের দিন সকালে ঈদগাহের আশপাশের সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। বৈরি আবহাওয়া বিশেষ করে বৃষ্টির কারণে মুসল্লিদের নামাজ আদায়ের ক্ষেত্রে ভোগান্তি এড়াতে ঈদগাহ জুড়ে ত্রিপল দিয়ে ঘেরা হবে বলে জানানো হয়।
এছাড়া ঈদগাহ ময়দানসহ গোটা এলাকা সুজ্জিত করার সিদ্ধান্ত নেয়া হয় সভা থেকে। সভায় উপস্থিত ছিলেন, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব কবির, বিশিষ্ট ব্যবসায়ী মো. লিয়াকত আলী, সিনিয়র তথ্য অফিসার মোজাম্মেল হক, কালেক্টর জামে মসজিদের খতিব মো. ইয়াছিন আলম প্রমুখ।