কপিলমুনিতে পাটের আবাদ ভালো

0

এইচএম শফিউল ইসলাম,কপিলমুনি (খুলনা) ॥ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিসহ বিভিন্ন গ্রামে পাটের আবাদ ভালো হয়েছে। বিগত বছর পাটের দাম ভাল পাওয়ায় কৃষকদের পাট চাষে আগ্রহ বেড়েছে। গত বছর পাটের দাম ভালো পাওয়ায় এ বছর পাইকগাছা উপজেলায় পাটের আবাদও বেড়েছে। পাটের বীজ বপণের সময় বৃষ্টি হওয়ায় পাইকগাছায় পাটের আবাদ ভালো হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৩৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৩৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছর ছিল ৩৭৫ হেক্টর। লবণাক্ত পাইকগাছার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়ুলী, পৌরসভার জমিতে পাটের আবাদ হয়েছে।
উপজেলার গোপালপুর গ্রামের রফিকুল ইসলাম,নগর শ্রীরামপুরের সওকত চৌধুরী,মশিয়ার ফকির জানান, পাট চাষের শুরুতে বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভালো হয়েছে।
কৃষক সবুর জানান, পাট আবাদ করার পরে পাট জাগ দেয়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। কারণ দিন দিন ডোবা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় পাট জাগ দেয়া জায়গা পাওয়া যায় না। একই স্থানে একাধিকবার পাট জাগ দিতে হয়। এতে সময়মত পাট জাগ দিতে না পারায় পাটের আশ ভালো পাওয়া যায় না। ফলে আর্থিকভাবে ক্ষতির শিকার হতে হয়।আবহাওয়া ভালো থাকলে পাটের আশ ভালো হবে বলে আশা করছেন পাট চাষিরা।
উপজেলার সব কৃষককে সরকারিভাবে পাটের বীজ প্রদান করা হয়েছে। যার মধ্যে বীজ, রাসায়নিক সার ও কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।