মণিরামপুরে পুকুর থেকে তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) ॥ মণিরামপুরে ভবদহ সংলগ্ন মশিয়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ শুক্রবার (১৬ জুন) সকাল আটটার দিকে পুকুর থেকে ১৬ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য পুলিশ মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখর চন্দ্র রায় জানান, ওই তরুণী মশিয়াহাটি এলাকায় কয়েকমাস যাবত রাত-দিন ঘোরাঘুরি করতেন। সম্ভবত ওই মানসিক ভারসাম্যহীন ছিলেন। ইউপি চেয়ারম্যান জানান, শুক্রবার সকাল আটটার দিকে মশিয়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে মাছ ধরতে গিয়ে তরুণীর ভাসমান মরদেহটি দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ওই তরুণী পুুকুরে পড়ে গিয়ে হয়ত আর উঠতে পারেনি। তিনি জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাবার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।