মোরেলগঞ্জে সাংবাদিক জামাল শরীফের ইন্তিকাল

0

মোরেলগঞ্জ (বাগোহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জের সাংবাদিক জামাল শরীফ ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার (১৪ জুন) ভোরে তাঁর মরদেহ ঢাকা থেকে মোরেলগঞ্জে আনা হয়। এদিন দুপুরে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিব কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল ১০ টায় তাঁর মরদেহ প্রেস ক্লাব প্রাঙ্গণে রাখা হয়। সেখানে গণমাধ্যমকর্মীরা তার প্রতি শেষশ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিক জামাল শরীফের নামাজে জানাজায় অংশ নেন,উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী, নিশানবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সহ সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিকসহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।