মোরেলগঞ্জে মাছের সাথে শত্রুতা!

0

মোরেলগঞ্জ সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে একটি পুকুরে বিষ দিয়ে ৩ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জুন) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চিপাবারইখালী গ্রামের প্রবাসী সুজন রহমান গাজী ০ দশমিক ৬৬ একর বাগানবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ দেয়ার ফলে পুকুরের রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
ওই বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে থাকা বাদল খলিফা ও শাহীন হাওলাদার জানান, শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। শনিবার দিবাগত গভীর রাতে ওই পুকুরে বিষ দেয়া হয়।
বাগানবাড়ির মালিক প্রবাসী সুজন রহমান গাজী মোবাইল ফোনে জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও তিনি জানান।