কলারোয়ায় ৪ বছরের শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ

0

 

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় ৪ বছরের এক কন্যা শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে আলফাজ হোসেন (৫০) নামে এক লম্পটের বিরুদ্ধে। মঙ্গলবার (৬ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের মৃত আনছার আলীর ছেলে। বর্তমানে শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার  সকাল ১১ টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে আলফাজ হোসেন (৫০) ভিকটিম শিশুর বসতঘরে ঢুকে পাশবিক নির্যাতন চালান। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসার আগেই আলফাজ পালিয়ে যান।
পরবর্তীতে খবর পেয়ে কলারোয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ইতোমধ্যে ভিকটিমের পিতা কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।