যশোরে ১২০ পিস ইয়াবা ৭০ বোতল ফেনসিডিল জব্দ, আটক ৪

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আলাদা অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ডিবি পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে এসআই কাজী আব্দুল মান্নান ও এসআই সোলায়মান আক্কাস গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কচুয়া গ্রামে অভিযান চালান। এ সময় তারা সেখান থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানজিম তামিম রাউফ (২২) নামে এক যুবককে আটক করেন। তার বাড়ি শহরের নতুন খয়েরতলার ভাষ্কর্যের মোড় এলাকায়। একইদিন রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে অভিযান চালান এসআই বিপ্লব সরকার। এ সময় তিনি সেখান থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ সেলিম রেজা (২৮) নামে এক যুবককে আটক করেন। আটক যুবক বড়আঁচড়া টার্মিনাল পাড়ার বাবলু হোসেনের ছেলে। এছাড়া শুক্রবার সকালে যশোর শহরের চাঁচড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ মুজিবর বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেন এসআই কাজী আব্দুল মান্নান ও এসআই সোলায়মান আক্কাস। আটক মুজিবর বিশ্বাস বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিম পাড়ার মৃত দাউদ আলী বিশ্বাসের ছেলে।
কোতয়ালি থানা পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই মিনারা আলম যশোর শহরের খড়কির আপনের মোড় এলাকায় অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাদশা ফয়সাল (৩৪) নামে এক যুবককে আটক করেন। আটক যুবক শহরের রেলগেট পশ্চিম পাড়ার মৃত আশরাফ আলীর ছেলে।