তালায় গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৫ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সাস ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমন্বিত কৃষি ইউনিটের আওতায় সহযোগী সংস্থার কর্মকর্তা ও প্রাগ্রসর সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সমন্বিত কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ম্যানেজার ড. এম এ হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ডেপুটি ম্যানেজার আব্দুল হাকিম, সাসের পরিচালক শেখ ঈমান আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচিতে ৮টি প্রতিষ্ঠানের ৮ জন কৃষি কর্মকর্তা ও ১৬ জন কৃষক প্রতিনিধি মোট ২৪ জন অংশগ্রহণ করেন।