চুয়াডাঙ্গায় আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) সকাল ১০ টায় পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ও আখের সাথে সাথীফসল হিসেবে ডাল,মসলা এবং সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো, আবু তাহের সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। মাঠ দিবসের অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও কৃষকগণ তাদের সাথীফসল পেঁয়াজ, রসুন, টমেটো ক্ষেত পরিদর্শন করেন। মাঠ দিবসে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।