কুয়েটে টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ  Status and Prospects of Power and Renewable Energy in the South-West Region of Bangladesh  শীর্ষক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি য় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসোর্স কাউন্সিল (বিইপিআরসি) এর যৌথ আয়োজনে ০১ জুন বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিইপিআরসি এর সদস্য (যুগ্ম সচিব) প্রকৌশলী রতন কুমার ঘোষ। টেকনিক্যাল সেমিনারে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল  বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, বিইপিআরসি এর সদস্য (যুগ্ম সচিব) প্রকৌশলী রতন কুমার ঘোষ এবং কুয়েটের সিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ খালেকুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান এমই বিভাগের প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক কমিটির সচিব ইইই বিভাগের প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। বিজ্ঞপ্তি