সুন্দরবনে তিন জেলে আটক

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সুন্দরবনে ব্যবহার নিষিদ্ধ ২শটি কাঁকড়া ধরার আটনসহ তিন জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসের সদস্যরা। বৃহস্পতিবার (১ জুন) সকাল ৯টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের কুনচির খাল এলাকায় অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেন। এ সময় জেলেদের ব্যবহৃত ৩টি নৌকা, ২শ আটনসহ অন্যান্য মালামাল জব্দ করেন বনকর্মীরা। আটক জেলেরা হলেন- কয়রা উপজেলার কয়রা গ্রামের আবু জাফর সরদারের ছেলে ইস্রাফিল, জাকির সরদারের ছেলে আয়ুব আলী এবং আয়জুদ্দীন সরদারের ছেলে আমিরুল সরদার। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।