যশোরে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীর কর্মসূচি পালন অব্যাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি অব্যাহত রয়েছে।  বুধবার (৩১ মে) শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় বিস্তারিত কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
এ দিন অনিন্দ্য ইসলাম অমিত জেলা মহিলা দলের আয়োজনে শেখহাটি বাবলা তলা ও খড়কী পীর বাড়ি এলাকার এতিম খানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন। পরে তিনি জেলা যুবদলের আয়োজনে শহরের শংকরপুর হাজারী গেট মাদ্রাসা ও নগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেল রোড এলাকায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া আরএন রোড এলাকায় জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের আয়োজনে এবং মনিহার এলাকায় পরিবহন শ্রমিক দলের আয়োজনে দরিদ্রের মাঝে খাবার বিতরণ করেন। এদিন বাদ আছর জেলা জেলা বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,সদস্য আব্দুস সালাম আজাদ,মিজানুর রহমান খান, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা শামসুর নাহার পান্না,জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ,সাধারণ সম্পাদক আনসারুল হক রানা,যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি,সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান,জেলা পরিবহন শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।