ঝিকরগাছায় সুফলভোগীদের মাঝে মাছের খাবার বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুফলভোগীদের মাঝে মাছের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ মে) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের (মৎস্য অধিদপ্তর অংশ) আওতায় ঝিকরগাছা মৎস্য বীজ উৎপাদন খামার হতে ৬ জন মৎস্যচাষি ও ২টি বিল নার্সারির সুফলভোগীর মাঝে মাছের খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ, মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক প্রসেনজিৎ দেবনাথ, সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা প্রমুখ।