ঝিকরগাছা ১ কেজি গাঁজাসহ ২ যুবক আটক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা থানা পুলিশ ১ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ২ যুবককে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। আটকরা হলেন, কোতয়ালি থানার চাঁচড়া ইউনিয়নের তফশীডাঙ্গা গ্রামের হাসান আলীর ছেলে সবুজ হোসেন (২৩) ও শামছুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৯)।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার (২৬ মে) সকাল ১০টার দিকে ছুটিপুর -কোতয়ালির ধর্মতলা রোডের ঝিকরগাছা থানার জয়রামপুর মোড়ের অমল চন্দ্র দত্তের কাঠের দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট চলাকালে যুবকদের তল্লাশি করে এককেজি গাঁজা পাওয়া যায়। আটকৃতদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।