অবৈধ সম্পদ অর্জন : যশোর শিক্ষা বোর্ডের আলোচিত সালাম স্ত্রী ও ভাইসহ অভিযুক্ত

0

মীর মঈন হোসেন মুসা ॥ দুর্নীতির মাধ্যমে পৌনে ১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চাকরিচ্যুত হিসাব সহকারী আলোচিত আব্দুস সালামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই চার্জশিটে আব্দুস সালামের স্ত্রী রিক্তা খাতুন ও ভাই শহীদুল ইসলামকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তের বাড়ি যশোর উপশহরের ই-ব্লক এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাড. মো. সিরাজুল ইসলাম।
দুদক সূত্র জানায়, আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের অভিযোগ পাওয়ায় অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে তার পৌনে ১ কোটি টাকার অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। এর মধ্যে উপশহরের ই-ব্লকে ১৪৪ বর্গগজ জমি, সদর উপজেলার মহাদেবপুর গ্রামে মোট ৭১ শতক জমি আব্দুস সালাম নিজ নামে ও তার স্ত্রী রিক্তা খাতুনের নামে কিনেছেন। শহরের বেজপাড়ায় স্ত্রী রিক্তা খাতুনের নামে শূন্য ৪ দশমিক ৪৭৩ শতক জমির ওপর ফ্ল্যাট নির্মাণাধীন রয়েছে। উল্লিখিত জমি কেনা এবং ফ্ল্যাট নির্মাণে আব্দুস সালাম নিজে অর্থ ব্যয় করেছেন। উপশহর ই-ব্লকে আব্দুস সালাম ও তার ভাই শহীদুল ইসলামের নামে থাকা শূন্য দশমিক শূন্য ১৭৬ একর জমিতে ৬ তলার ভিতে এ পর্যন্ত ৪ তলা পর্যন্ত ভবন নির্মাণ কাজ করা হয়েছে। সমূদয় অর্থ আব্দুস সালাম নিজেই ব্যয় করেছেন। উল্লিখিত সমূদয় জমি কেনা এবং ভবন নির্মাণে আব্দুস সালামের ব্যয় হয়েছে মোট ৭৭ লাখ ৭০ হাজার ৮১৫ টাকা। অনুসন্ধান শেষে আব্দুস সালামকে আসামি করে ২০২৩ সালের ৩০ জুলাই দুদক কার্যালয়ে মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন। এরপর মামলার তদন্ত শেষে একই কর্মকর্তা চাকরিচ্যুত আব্দুস সালাম এবং অবৈধ সম্পদের মালিকানা থাকায় তার স্ত্রী রিক্তা খাতুন ও ভাই শহীদুল ইসলামকে অভিযুক্ত করে গত ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেছেন।