নড়াইলের আনিচুর হত্যা মামলার ১৩ আসামি ঢাকার শাহবাগ থেকে আটক

0

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলের শেখ আনিচুর রহমান নামে এক ব্যক্তিকে নৃসংশভাবে হত্যা মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারীসহ ১৩ আসামিকে আটক করেছেন র‌্যাব সদস্যরা। সোমবার রাতে রাজধানী ঢাকার শাহবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-৬ ও র‌্যাব-৩ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ওই ১৩ আসামিকে আটক করেন।
আটকরা হলেন, নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে জাহিদুল ইসলাম শেখ, আবেদ আলী শেখের ছেলে শামীম শেখ, মৃত হাবিবুর রহমান ওরফে ধোনা উল্লাহর ছেলে হাসানুর রহমান রিপন ও জুলফিকার আলী, তৈয়েবুর রহমান শেখ এবং তার ছেলে রাশিদুল শেখ, শহিদ শেখের ছেলে লিটু ও হিটু, মনিরুজ্জামানের ছেলে আজিজ শেখ, হানিফ শেখ ও মুশফিকুর রহিম, মৃত খোকা শেখের ছেলে শরিফুল শেখ ও সাইফুল শেখ। এর মধ্যে জাহিদুল ইসলাম শেখ মামলার প্রধান আসামি ও হত্যার মূল পরিকল্পনাকারী।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত শেখ আনিচুর রহমানের ভাই শেখ সোহেল রানা কলাবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আসামি জুলফিকার আলী। ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শেখ সোহেল রানার ভাই শেখ আনিচুর রহমানকে উচিত শিক্ষা দিতে হত্যার পরিকল্পনা করেন আসামি জাহিদুল ইসলাম শেখ। এরপর গত ৩১ মে বিকেলে জাহিদুল ইসলাম শেখ তার সহযোগী হাসানুর রহমান রিপন ও মঞ্জুর শিকদারের সহায়তায় কৌশলে শেখ আনিচুর রহমানকে বাড়ি থেকে ডেকে জনৈক টুকু মোল্লার ফোর ব্রাদার্স নামের ইটভাটার ভেতর নিয়ে যান। সেখানে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে শেখ আনিচুর রহমারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের ভাই শেখ সোহেল রানা নড়াগাতি থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর উল্লিখিত আসামিরা রাজধানী ঢাকার শাহবাগ এলাকায় গিয়ে আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‌্যাব সদস্যরা।