লোহাগড়ায় ইজিবাইকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, আহত ৫

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়ায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক উল্টে মাদ্রাসার ৫ পরীক্ষার্থী আহত হয়। মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলার লোহাগড়া- লাহুড়িয়া সড়কের মানিকগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পি খানম (৫১) তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে শিল্পি খানম স্বামী লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির প্রধান শিক্ষক কাজী মহিউদ্দিনের সাথে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মানিকগঞ্জ এলাকায় মাটি বহনকারী ট্রলির ফেলে দেয়া মাটিতে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল স্লিপ করলে শিল্পি খানম পড়ে যান। ওই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা চলন্ত একটি ইজিবাইকের ধাক্কায় শিক্ষিকার মাথা ফেটে গুরুতর জখম হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় ইজিবাইক উল্টে মাদ্রাসার ৫ দাখিল পরীক্ষার্থী আহত হয়।