পাইকগাছায় খাদ্যশস্য সংগ্রহের উদ্বোধন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ মৌসুমে খাদ্যশস্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ মে) সকালে পাইকগাছা উপজেলা খাদ্যগুদাম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে খাদ্যশস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন- খুলনা – ৬ (পাইকগাছা -কয়রা) সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান ও গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোবিন্দ কুমার সরকার।