কলারোয়ায় দাবদাহ উপেক্ষা করে মাঠের ধান ঘরে তুলতে মরিয়া কৃষক

0

 

কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) ॥ কলারোয়ার দাবদাহ উপেক্ষা করে মাঠের ধান ঘরে তুলতে মরিয়া হয়ে উঠেছে কৃষক। এবার উপজেলা জুড়ে ধানের বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।
জানা গেছে, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকার মাঠের অধিকাংশ ধান বাড়িতে নিয়ে আসতে সক্ষম হয়েছেন কৃষকেরা। কিছু মাঠে ধান কাটা, বাঁধা ও বহনের কাজ চলমান রয়েছে। বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকের কাঁধে বাক বোঝাই ধান। সারা শরীর ভেজা, কপাল দিয়ে দরদর করে ঝরছে ঘাম। তবুও থেমে নেই চলতি মৌসুমের ধান কাটা, ঝাড়া ও চাল করার প্রক্রিয়ার কর্মযজ্ঞতা। কেউ জীবিকার তাগিদে কাজ করছে, কেউবা আবার নিজের প্রয়োজনে। সঠিক সময়ে ফসল ঘরে তুলতে না পারলে বৃষ্টিতে ক্ষতি হতে পারে। তাই আপ্রাণ চেষ্টায় চলছে ধান ঘরে তোলার মহোৎসব। অধিকাংশ বাড়িতে দেখা গেছে- কারও ধান বাড়িতে পালা দেওয়া আছে, কেউবা ঝাড়ছেন, কেউবা ঘরে ধান তোলায় ব্যস্ত। সবমিলিয়ে রোদ ও তাপদাহের কষ্টেও ধান তোলা ও চাল প্রক্রিয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক।