মোংলা বন্দরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ

0

 

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (৬মে) দুপুর ১২টায় রাশিয়া থেকে এই পণ্য নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর ফেলে ভানুয়াতু পতাকাবাহী ‘এমভি আনকা সান’ জাহাজ। জাহাজটিতে দেড় হাজার মেট্রিক টনেরও বেশি পণ্য আনা হয়েছে। এমভি আনকা সান জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, গত ৩ এপ্রিল রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে সরাসরি মোংলা বন্দরে পণ্য নিয়ে ছেড়ে আসে এই বিদেশি জাহাজ। এতে ৬৩০ প্যাকেজের এক হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিকটন পণ্য আসে। এসব পণ্য ২৪ ঘন্টার মধ্যে জাহাজ থেকে খালাস শেষ করে বন্দরের জেটিতে রাখা হবে। পরে সেখান থেকে সড়ক পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি আরও জানান, এ মাসে আরও দুটি বিদেশি জাহাজে করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য আসার কথা রয়েছে। এর আগে গত ২৫ এপ্রিল ২ হাজার ৫২২ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে আসে রুশ পতাকাবাহী জাহাজ ‘ এমভি ইয়ামাল ওরল্যান জাহাজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, এই বন্দর দিয়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের চলমান প্রায় সব মেগা প্রগল্পের পণ্য খালাস হচ্ছে। পদ্মা সেতুর পণ্যও এই বন্দর দিয়ে খালাস হয়েছে। আধুনিক পদ্ধতিতে দ্রুত দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় দেশি-বিদেশি ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে হচ্ছেন।