রাজগঞ্জে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মনিণামপুর উপজেলার রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত ওই ইউপি সদস্যকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ মে) বিকেলে রাজগঞ্জ খোরদো সড়কের মোবারকপুর শ্মশান মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বিকেলে বৃষ্টির সময় মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী গ্রামের আবু তালেব আতা (৫৫) যশোর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার মোবারকপুর শ্মশান মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সাথে ধাক্কা লাগে। গ্রামবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। ।