কেশবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পিতা-পুত্রসহ নিহত ৩

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর্। যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পিতা ও পুত্রসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নাম স্থানে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আব্দুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার ও তার ছেলে মোস্তাইন (২২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।
কেশবপুর থানার ওসি মফিজুল ইসলাম জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে পিতা ও পুত্র এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মোস্তফার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে এসেছেন। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ঘটনাস্থলের বাসিন্দা সাবেক ইউপি সদস্য গৌতম রায় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, জাহাঙ্গীর জোয়ারদার ও তার ছেলে মোস্তাইন কেশবপুর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে বুজতলায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোস্তফা চালিত মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখী সংঘর্ষ হয়।