সাতক্ষীরায় শব্দ সচেতনতা দিবস পালিত

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ ‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সাতক্ষীরায় শোভাযাত্রা , মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ আয়োজনে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এডিএম বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদফতর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।
সভায় বক্তারা, শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের সিন্ধান্ত গ্রহণ করেন। এছাড়া বিকেলে পরিবেশ অধিদফতর সুরক্ষা ও শব্দ দূষণ রোধে সাতক্ষীরা শহরে অভিযান চালান।