সঠিক পথে এগোচ্ছে তো দেশ, প্রশ্ন ন্যাপের

0

লোকসমাজ ডেস্ক॥ পরাধীনতার শিকল ভেঙে বেরিয়ে আসা একটি জাতির সামনে বিজয়ের অর্ধ শতাব্দীর মাইলফলককে এসেও আজ প্রশ্ন দেখা দিয়েছে ‘দেশ সঠিক পথে এগোচ্ছে তো’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন নেতৃদ্বয়। তারা বলেন, গণতন্ত্রের প্রশ্নে কোনো রকম মতানৈক্য না থাকলেও দেশ গত ৫০ বছরেও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় পেশীশক্তি আস্কারা পাচ্ছে এবং রাজনৈতিক কানেকশন ব্যবহার করে অনেকেই নিজেদের পদ-পদবির জোরে জনগণের অর্থ আত্মসাৎ করছে।
নেতৃদ্বয় বলেন, এ অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক দলগুলোর পরস্পরের মধ্যে আস্থা, সম্মান ও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে একটি উদার গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় এবং একে অপরের কাছে নিরাপদ বোধ করে। তাহলেই কেবল দেশ ও দেশের সামগ্রিক ব্যবস্থা মতলববাজ পেশীশক্তি ও সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের রাহুগ্রাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে। ৫০ বছর একটি জাতির জীবনে খুব বড় পরিসর নয়-গড় আয়ুর নিরিখে। একটি প্রজন্ম মাত্র, তবে এটি দিবালোকের মতো স্পষ্ট বাঙালি লড়াকু জাতি। ৯ মাসের মুক্তিযুদ্ধে চূড়ান্তভাবে হেরে গিয়ে পাকবাহিনী বুঝতে পেরেছিল, তারা দু-একটি রাজনৈতিক দল বা তাদের কর্মীবাহিনী নয়, একটি সমগ্র জাতির আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। নেতৃদ্বয় বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অনেক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠতে পারলে তা মুক্তিযুদ্ধের চেতনার এক বিশাল বিজয় হবে বলে জাতি বিশ্বাস করে।