যশোর ইনস্টিটিউটের নির্বাচনে বিজয়ের পথে সংস্কার ও উন্নয়ন সমিতি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের নির্বাচনে বিজয়ের পথে সংস্কার ও উন্নয়ন সমিতির মনোনীত প্রার্থীরা। ২০ টি পদের বিপরীতে অন্য কোন প্যানেল কিংবা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় এই প্যানেলের সকল প্রার্থী বিজয়ের পথে ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল)  নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক ও যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছেন। প্রার্থীরা হলেন ডা. আবুল কালাম আজাদ লিটু, শেখ রাকিবুল আলম জয়, আব্দুর রহমান কিনা, মুস্তাফিজুর রহমান মুস্তাক, অ্যাড. শাহরিয়ার বাবু, অ্যাড.মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, আব্দুর রাজ্জাক, রওশন আরা রাসু, মোক্তার আলী, এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, এস এম আজাহার হোসেন স্বপন, মিনারা খন্দকার, অ্যাড.চুন্নু সিদ্দিকী, সুখেন মজুমদার, এ এম মহিউদ্দিন লালু, অ্যাড.আবু সেলিম রানা, অ্যাড.ইসহাক, আহসান হাবীব পারভেজ ও এস নিয়াজ মোহাম্মদ। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী ২৮ এপ্রিল ।