পূর্ব সুন্দরবনের নিম্নাঞ্চল প্লাবিত

0

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা॥বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পূর্ব সুন্দরবনসহ উপকূলীয় এলাকার নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিনফুট বৃদ্ধি পেয়েছে। সাগরে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে পূর্ব সুন্দরবনের নিম্নাঞ্চল। কটকা,দুবলা,কচিখালী ফরেস্ট অফিস,ব্র্যাক ও রেস্টহাউস পানিতে প্লাবিত হয়েছে। পানির কারণে বনরক্ষীদের চলাচলে সংকট হচ্ছে। বন্যপ্রাণীরা আশ্রয় নিয়েছে অপেক্ষাকৃত উঁচু স্থানে। উত্তাল সাগরে জেলেরা টিকতে না পেরে ফিশিংট্রলারসহ আশ্রয় নিয়েছেন বনের বিভিন্ন খালে। অপরদিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শরণখোলা উপজেলার ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধের বাইরে থাকা দুই শতাধিক গৃহস্থের বাড়ির উঠোনে পানি জমেছে। সুন্দরবন অঞ্চলে এখনও থেকে থেকে হচ্ছে ঝড়- বৃষ্টি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজিত চৌধুরী জানান, সমুদ্র উত্তাল রয়েছে। সাগর তীরবর্তি বনাঞ্চল ও বনবিভাগের অফিস প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধির ঘটনায় বন বা বন্য প্রাণীর তেমন ক্ষতি হচ্ছেনা। আজকালের মধ্যে আবহাওয়া শাস্ত হলে বনের পানি নেমে যাবে।