দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

0

লোকসমাজ ডেস্ক॥ শনিবার (৮ এপ্রিল) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে গতকাল। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) জানান, দলীয় কার্যালয়ে আয়োজিত বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ নার্সিং বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, মোহাম্মদ মুছা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কাজী মুনিরুল হুদা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম। অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সরদার শহিদুল ইসলাম, আশফাকুজ্জামান খান রনি, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির, রুহুল আমিন সুজন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের আহ্বায়ক শামিম রেজা।
স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) জানান, দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টায় অবস্থান কর্মসূচি উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা শাখা ও কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপির কমিটি পুনঃগঠনের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন আলা ও পৌর বিএনপির সহসভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস।
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন, দলীয় পতাকা হাতে নিয়ে কার্যালয়ের সামনে উপস্থিত হতে থাকেন। বিকেল তিনটায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্ব ও পৌর যুবদলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা যুবদলের আহবায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান, পৌর কৃষকদল নেতা মিলন হোসন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু বকর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোবারক হোসেন, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর সাহিদুল ইসলাম, আনিছুর রহমান, মাস্টার আলী আকবর, তরিকুল ইসলাম ডবলু, কবির হোসেন বাবলু প্রমুখ।
নড়াইল সংবাদদাতা জানান, বেলা সাড়ে ৩টায় নড়াইল সদর থানা ও পৌর বিএনপির আয়োজনে শহরের পৌরসভার পাশ্ অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে আরও বক্তৃতা করেন, নড়াইল পৌর বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান,জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল,বিএনপি নেতা তেলায়েত হোসেন,জাতীয়তাবাদী শ্রমিকদলের জেলা আহ্বায়ক মুশফিকুর রহমান বাচ্চু, কৃষকদলের জেলা আহ্বায়ক নবীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান,সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, ছাত্রদল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সদস্য সচিব হামিদুল হক তনু প্রমুখ।
শালিখা (মাগুরা) সংবাদদাতা জানান, উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদিকা নেওয়াজ হালিমা আর্লি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আনিচুর রহমান মিল্টন। এসময় বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী সোহেল রানা,সদস্য সচিব মুন্সী নয়নুজ্জান নয়ন,ইউপি চেয়ারম্যান হোসাইন আলী শিকদার,বিএনপি নেতা সেলিম রেজা সহ বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসবকদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বাগেরহাট সংবাদদাতা জানান, সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট সদর উপজেলা বিএনপির উদ্যোগে খানজাহান আলী মাজারের পুরাতন মোড়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, যুবদলের সাবেক সম্পাদক আইউব আলী মোল্লা বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ। বক্তারা বলেন, সরকার দেশে রামরাজত্ব কায়েম করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ তিন বেলা খেতে পারে না। এই সরকারের কাছে সাধারণ মানুষের কোনো মূল্য নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা জানান, সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে পালন হওয়ার কথা থাকলেও সেখানে পুলিশ ঘিরে রাখে। পরে গৌরম্ভা বাজার সংলগ্ন রাস্তায় সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি ও পূর্ব ঘোষিত ১০ দফা আদায়ের জন্য এ কর্মসূচি পালন করে বিএনপি। ১১ এপ্রিল সকল ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে শনিবারের কর্মসূচি সম্পন্ন হবে। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন, লায়ন ডক্টর শেখ শেখ ফরিদুল ইসলাম। এ সময় রামপাল উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি, অংগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ অবিলম্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সাবেক দফতর সম্পাদক কাজী জাহিদুল ইসলামসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।
রিফাত রহমান (চুয়াডাঙ্গা) জানান, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন এদেশে হতে দেয়া হবে না। এবারের আন্দোলন এক দফার আন্দোলন। রাজপথে থেকে লড়াই সংগ্রামের মধ্যদিয়ে আমরা দাবি আদায় করেই ঘরে ফিরবো ইনশা আল্লাহ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু এসব কথা বলেন। এ কর্মসূচি উপলক্ষে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন হাসিনা বেগম মার্কেটের সামনে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, জেলা কৃষকদলের আহ্বায়ক মোকারম হোসেন ও দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত।