ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘পেন ফাউন্ডেশন’। এই সংস্থা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘স্বপ্নলোকের পাঠশালা’র ৯৫জন শিক্ষার্থীর মাঝে সোমবার ঈদের পোশাক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. হুসাইন শওকত। ঝিকরগাছা পৌরসভাধীন মোবারকপুর কলেজপাড়ায় অবস্থিত স্বপ্নলোকের পাঠশালার ২য় ক্যাম্পাসে অনুষ্ঠিত ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আরব আলী, পেন ফাউন্ডেশনের সভাপতি সাহিত্যিক সফিয়ার রহমান ও নিশ্চিন্তপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিরুল ইসলাম।
উল্লেখ্য, পেন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে স্বল্প পরিসরে স্বপ্নলোকের পাঠশালার একটি ক্যাম্পাস দিয়ে কার্যক্রম শুরু করে । বর্তমানে স্বপ্নলোকের পাঠশালার দুটি ক্যাম্পাসে ৯৫জন সুবিধাবঞ্চিত শিশু প্রাক-প্রাথমিকে পড়াশুনা করছে। এই সব শিশুকে বিনামূল্যে পড়াশুনা করানো হয়।