যশোরে পুলিশের বাড়াবাড়ি!

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আল-আমিনকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীকে প্রহর করলেন পুলিশ সদস্যরা। পুলিশের মারমুখি আচরণ থেকে বাদ পড়েননি ওই স্বেচ্ছাসেবক দল নেতার বৃদ্ধ পিতা-মাতা। এমনকি পুলিশ সদস্যরা ওই স্বেচ্ছাসেবক দল নেতা স্ত্রী’র মোবাইল ফোন নিয়ে গেছেন। আবার বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদে শাওনকে বাসায় না পেয়ে ভাংচুর করাসহ পরিবারের সদস্যদের সাথে মারমুখি আচরণ করেছেন।
স্বেচ্ছাসেবক দল নেতা আল-আমিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে একদল পুলিশ তার বাড়িতে যায়। এসময় পুলিশ সদস্যরা আল-আমিনকে না পেয়ে তার স্ত্রী’র মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে তার বৃদ্ধ পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের সাথে অশ্রব্য গালিগালাজ ও মারমুখি আচারণ করেছে। যাবার সময় আল-আমিনের স্ত্রী’র মোবাইল ফোন নিয়ে যায়।
এদিকে মঙ্গলবার গভীর রাতে বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনের বাড়িতে পুলিশ একদল পুলিশ হাজির হয়। এ সময় তাকে না পেয়ে বাড়ি জানালা দরজা ভাংচুর চালায় । পরিবারের সদস্যদের গালিগালাজ করে ।