কুয়াদায় দীপ্ত ভার্মি কম্পোস্ট খামার পরিদর্শন কৃষি প্রশিক্ষণ কর্মকর্তার

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদায় সোমবার (২০ মার্চ) দীপ্ত ভার্মি কম্পোস্ট খামার পরিদর্শন করেছেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার সুকান্ত কুমার তরফদার। এ সময় উপস্থিত ছিলেন, যশোরের হর্টিকালচার সেন্টার উপ-পরিচালক দীপংকর দাস, ইপিওসি প্রকল্পের মনিটরিং অফিসার হীরক কুমার সরকার, ধান, গম, পাট উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার আবুল হাসান, ভোজগাতী ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার অচিন্ত্য কুমার ভৌমিক প্রমুখ। পরিদর্শনকালে সুকান্ত কুমার তরফদার বলেন, খামারে পাঁচটি শেডে মাসে প্রায় ৪২ টন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন হচ্ছে। এখানে ৩০/৩৫ জন লোকের কর্মসংস্থান হয়েছে। খামারের উৎপাদিত সার স্থানীয় কৃষকের চাহিদা পূরণ করে দেশের অন্যান্য জেলাতেও সরবরাহ করা হচ্ছে।