‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ সুষ্ঠু নির্বাচন না হওয়া নিয়ে শঙ্কা প্রকাশসহ নানা হুমকি ও প্রাণনাশের অভিযোগ এনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রায়পুর গ্রামের নিজ বাড়িতে ওই ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণকারী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশীদ শাহ্ জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বলেন, ১৬ মার্চ এ ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রচার-প্রচারণায় তার নেতা- কর্মীদের ওপর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তাহাজ্জত হোসেন মির্জার পক্ষে একজন জনপ্রতিনিধি, তার ব্যক্তিগত সহকারী এবং ওই জনপ্রতিনিধির ভাই, দামুড়হুদার একজন জনপ্রতিনিধি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মশিয়ার রহমান ও জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর হোসেনের নেতৃত্বে বহিরাগতরা রাত ৮টার পর সরকারি গাড়ি ব্যবহার করে সাধারণ ভোটারদেরকে বলেছেন, ভোটের দিন নৌকা প্রতীকে ভোট না দিলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। নৌকায় ভোট না দিলে ভোটের পর হাতপা ভেঙে দেয়া হবে। সেই সঙ্গে অব্যাহতভাবে আমার ও আমার ছেলেকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। তিনি তার লিখিত বক্তব্যে আরো অভিযোগ করেন, এ ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রতি রাতে ৫০/৬০ জন সশস্ত্র বহিরাগত সন্ত্রাসী আমার ও অন্যান্য স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীসমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে ও জোরপূর্বক নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্যে বাধ্য করছে। ওই সন্ত্রাসীরা ভয়ভীতি দেখানোর সময় বলছে, ইভিএম মেশিনে ভোট দেয়ার সময় যে প্রতীকেই ভোট দিক না কেন, তা নৌকা প্রতীকেই চলে যাবে। এমতবস্থায় তিনি সুষ্ঠু নির্বাচন না হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন।
রায়পুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও এ নির্বাচনের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ শাহী সংবাদ সম্মেলনে করা সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রাথী তাহাজ্জত হোসেন মির্জা বলেন, আমার অত টাকা নেই যে, বাইরে থেকে লোক ভাড়া করে এনে আমার ভোট করতে হবে। তাছাড়া এখানে সুষ্ঠু নির্বাচন হবে। তার কারণ অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে গন্ডগোল হলেও আমাদের ইউনিয়নে কোন ঝামেলা নেই।
রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তাহাজ্জত হোসেন মির্জাসহ ৫জন ও সাধারণ সদস্য পদে ২৪জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।