রামপালে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপালে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের চত্বরে এ মেলার উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। কৃষি সম্প্রসারণ অধিদফতর খামার বাড়ী ঢাকার মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে  বক্তব্য দেন, কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. ফরিদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদফতর বাগেরহাটের উপ পরিচালক মো রফিকুল ইসলাম, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স প্রমুখ। সভায় প্রধান অতিথি উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, উপকূলীয় এ এলাকায় তীব্র লবণাক্ততার কারণে কৃষিতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। সরকার কৃষকদের জলবায়ু উপযোগী কৃষি ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিয়েছে। আমাদের কৃষি বিজ্ঞানীরা লবণ সহিষ্ণু জাতের ধান উৎপাদন ও বিভিন্ন জাতের হাইব্রিড বীজ উৎপাদন করেছেন। কৃষিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে সরকার মাঠ পর্যায়ের কৃষকদের কৃষি উপকরণ, বীজ, সার যন্ত্রপাতি সরবরাহ করেছে। পতিত জায়গা ফেলে না রেখে শাক-সবজি ও ফলের চাষ করতে হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।